"১৮ জিলহজ্জের আজকের এই দিনের ঐতিহাসিক ঘটনা" ----------------------------------------------------------------- "গদিরে খুম দিবসঃ মাওলা আলীর রা. অভিষেক" --------------------------------------- সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি আজ রাত ১৮ জিলহজ্জের রাত। ১৮ই জিলহজ্জ তারিখে ইসলামের ইতিহাসে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যার একটি খুব হৃদয়বিদারক এবং অপরটি আনন্দের। আনন্দের ঘটনাটির বর্ণনা দিয়েই শুরু করছি। ক. ১০ হিজরি সনে বিদায় হজ্জ শেষে মক্কা শরিফ থেকে মদিনা শরিফে ফিরছেন দ্বীনের নবী ﷺ। সাথে ১৪ শত সাহাবায়ে কেরাম। ১৮ জিলহজ্জ তারিখে মক্কা ও মদিনার মাঝামাঝি "গদিরে খুম" নামক পানির কুয়ার কাছে এসে কাফেলা পৌঁছাল। আল্লাহর হাবিব ﷺ বললেন, আজ রাত আমরা এই পানির আধারের কাছে যাপন করব। তাবু খাটাও। তাবু খাটানো হল৷ নবী করিম ﷺ বললেন, আমার জন্য মিম্বর বানাও। তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে৷ মিম্বর বানানো হল। সেই মিম্বরে চড়ে প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করলেন৷ অতঃপর নবী করিম ﷺ বললেন, "আমি একজন মানুষ! আমি আশংকা করি অচিরেই মালাকুল মউত আজরাইল আমার সাথে সাক্ষ্যাৎ করবেন। আমি তার ডাকে সাড়...