বর্তমানে সুন্নি নামধারী বিদাতি রেজাখানি বেরলভীর দল ও তাদের দালাল রা বলে যে সাইয়েদ আহমেদ শহীদ (রাহ:),ইসমাইল শহীদ দেহলভী (রাহ:),কারামত আলী জৈনপুরী (রাহ:),হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী(রাহ:),রশিদ গাংগুহি(রাহ:),কাসিম নানুতভী (রাহ:),আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (রাহ:),ফুরফুরার আবুবকর সিদ্দিকী (রাহ:)প্রমুখ নাকি ইংরেজদের দালাল ও তাদের বেতন পেত(নাউজুবিল্লাহহি)। কিন্তু এই রেজভীরাই ইংরেজদের দালাল ও তাদের বেতন পেত। এটি ইতিহাসে প্রমাণিত। দেখুন নিচের স্ক্যানিং পেজে
বাতিলের আতংক হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর রাহঃ উপর মিথ্যা অপবাদকারিরা আসুন দেখুন আপনাদের দাদা পীর সাহেব কাদের থেকে মাসিক বেতন-ভাতা ও হাদিয়া নিতেন?
বেরেলভী ধর্মের দাঈ ইমাম আহমেদ রেজা খাঁন বেরেলভী ও তাঁর পিতা মাওলানা নাক্বে আলী খাঁন সাহেবের পীর ও মুরশীদ শেখ আবুল হুসাইন আহমদ নুরী মুরাদাবাদী ইংরেজ শাসনামলে প্রতিনিয়ত ইংরেজদের পক্ষ থেকে হাদিয়া পেতেন। ইংরেজি হুকুমতের পক্ষ থেকে তাঁর জন্য মাসিক একটি বেতন-ভাতা ও ধার্য করা ছিলো। যা তিনি আজীবন ভোগ করেছেন।
সুত্রঃ { তাজকিরাতে নুরী, পৃষ্ঠা – ২১৮}
অতএব হে রেজাখানী বেরেলভীরা আমাদের বিরুদ্ধে কিছু বলো না ।
অতএব হে রেজাখানী বেরেলভীরা আমাদের বিরুদ্ধে কিছু বলো না ।
নাইস
ReplyDelete