আমার লেখা ১ম কবিতা
My poem
নাম:তওবা করো,মিজান আজহারি
একটি কবিতা লিখতে চাই একজনের ব্যাপারে
যার নাম মাও:মিজানুর রহমান আজহারি।
তার জন্ম ঢাকার ডেমরায় কিন্তু তার গ্রাম কুমিল্লায়
সে একজন জনপ্রিয় হুজুর বক্তা,
ইউটিউবে এবং ফেবুতে তার অনেক ওয়াজ বয়ান আছে।
সে আল আজহারসহ অনেক প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে।
সে অনেক ইসলামী সংগীত ও গজল গেয়েছে।
কিন্তু হঠাৎ সে এক ওয়াজে বলেছে,
"আমাদের প্রিয়নবী(সা:) ছিলেন সিক্সপ্যাক"।
কিন্তু আমরা জবাবে বলব না।
আবার সে বলেছে,'বিশ্বনবী (সা:)নিরক্ষর ছিলেন'
কিন্তু আমরা বলব না,তিনি নিরক্ষর ছিলেন না।
কারণ আল্লাহতায়ালা বিশ্বনবী (সা:) কে শিক্ষা দিয়েছেন আল কুরআন।
আবার সে বলে,"মহানবি সা: আলিফ,বা,তা জানত না"
কিন্তু আমরা বলব না,কারণ মহানবি (সা:)এর অক্ষরজ্ঞান ছিল,আল্লাহ তাকে অক্ষরজ্ঞান দিয়েছেন।
বিশ্বনবী (সা:) এর অক্ষরজ্ঞান ছিল দেখে তিনি চিঠি লিখতেন।
আমি বলতে চাই,হে মিজান আজহারি,
তুমি মাফ চাও,তওবা কর।
কারণ তুমি এসব বলে প্রিয়নবী(সা:) এর শানমান ক্ষুণ্ণ করেছো।
এজন্যই অনেকে তোমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে,
আবার এনায়েতুল্লাহ আব্বাসি তোমাকে কাফের বলেছে।
ফুলতলী, রাজারবাগী,আব্বাসি,রিজভী কাদেরি এমনকি অনেক আহলে হাদিস ও কওমিরাও তোমাকে খারাপ বলেছে।
তুমি আবার এক ওয়াজে 'আবে হালা' শব্দ ব্যবহার করেছো।যা খুব খারাপ।
তাই হে মিজান আজহারি,তুমি তওবা করো।
কারণ তুমি পথভ্রষ্ট।
Comments
Post a Comment