আমার কাছে কদিন আগে হোয়াটসঅ্যাপে একটা ফোন আসল। তাকিয়ে দেখি ভারতীয় নাম্বার। রিসিভ করলাম। ওপাশ থেকে এক ভাই বলল, "হুজুর আমি আপনার ছাত্র!" আমি তো আকাশ থেকে পড়লাম। বললাম, আপনি তো ভারত থেকে। আমার ছাত্র কিভাবে হলেন? সে বলল, হুজুর আপনারা Azhar Academy - Bd এর যতগুলো কোর্স করাচ্ছেন, সবগুলো কোর্স আমি করছি। আপনাকে ও শায়খ সাইফুল আজম আজহারী সাহেবকে আমার খুব ভালো লাগে। পরে মনে পড়ল, আরে তাই তো! আমাদের কোর্সে তো অনেক ভারতীয় মুসলমান ভাই-বোনও আছেন। সে বলল, হুজুর! আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছি। আমি বললাম, বলুন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে। সে বলল, হুজুর আপনারা যখন ওয়াজ করেন তখন কী দয়া করে একটা বিষয়ের উপর গুরুত্ব দেবেন বেশি করে? আমি জিজ্ঞেস করলাম, কোন বিষয়? সে বলল, বাংলাদেশের উলামায়ে কেরাম বক্তারা যেন ভারতের বিরুদ্ধে উসকানীমূলক কিছু না বলেন। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানীমূলক কিছু যেন না বলেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ আমি তো এ ব্যাপারে সবাইকে সতর্ক করার চেষ্টা করি। সে বলল, জ্বী হুজুর আপনি ও কয়েকজন এ...