Skip to main content

একটা পাশতুন গজল/কাসিদা/গীতিকবিতার বাংলা ও ইংরেজি অনুবাদ

 সর্বদা সমৃদ্ধ হোক,মুসলিমদের এই দেশ হে আফগানিস্তান। 

এই দেশ/ভূমি বীরদের, এই দেশ শহীদদের

পূর্ব থেকে পশ্চিমে। 

এটি আমাদের হৃদয়ের কাছাকাছি।। 


অন্যদের জন্য এটা জাহান্নাম আর নিজের দেশের লোকদের জন্য এটা জান্নাত

এটা লন্ডন,আমেরিকা বা চীন থেকেও উত্তম ।।

এর বাতাস জান্নাতের মতো

এর মরুভূমি  জান্নাতের মতো

প্রতিটি অনুর্বর ও উর্বর জমি।


এটি এশিয়ার হৃদয় 

এর নাম খোরাসান/আফগানিস্তান। 

এটি বিশ্বব্যাপী প্রভাবশালী

 এবং এটার মুকুট খুবই ব্যয়বহুল।

 এখানে কালো, সাদা, বাদামী প্রতিটি জাতির গর্জন,

এই ভূমি হল জান্নাতের হুরের পথ,

আল্লাহু আকবার। 


এখানে প্রত্যেক তাগুত তার মাথা কর্তন হয়েছে

পূর্বের বিপ্লবগুলোতে দেখে নাও। 

তারা এর সাক্ষী। 

তারা পরাজিত হয়েছে

 অনেক অত্যাচারী ও খুনি

 তাদের ক্ষমতা ও সম্পদ আছে।

এটি আমাদের হৃদয়ের কাছাকাছি।। 


কোনো ব্যাপার নয় যদি আপনি শিখা পেয়ে থাকেন

(বোম,ট্যাংক,ড্রোন) 

তারা নিজেরাই কোন ভয় না পেয়ে তলোয়ার বের করে।।

মৃত্যু ও বিস্ময়ের ঝড় বয়ে গেছে।

 তাদের সাহস এখনো অটুট।

এটি আমাদের হৃদয়ের কাছাকাছি।। 


আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন

আপনারা সবাই ভালো থাকুন এবং বেঁচে থাকুন

তারা আমাদের আশ্বাস,

 তারা আমাদের কণ্ঠস্বর এবং শরীর।

 সমগ্র দিন ব্যাপী

এটি আমাদের হৃদয়ের কাছাকাছি।। 



Always prosper This Land of Moslems Dear Afghanistan. 

This The Land Of Brave This is The land of martyrs

From east to the west.

It is close to OUR hearts. 


Hell for others and Paradise for its own people 

It is better than London,America and China.

It's air is like of paradise

It's desert is like paradise. 

Every barren and fertile land. 


It is The Heart of Asia

It's name is khorasan/Afghanistan. 

It is Dominant Over the world 

And It's crown is very Costly.

It is Roaring of every race,Black,White,Brown,

This land is a path to paradise to The hur,Allahu akbar. 


Every taghut gets his head sliced off here

Check the past revolutions

They aee witness to it

They Have overpowered 

Many tyrants and killers

They have the power and wealth. 


Doesn’t matter if you got flames

(bombs tanks,drones etc)

They take out the sword with no fear on their own.

The storm of death and wonder has struck.

Their courage is still intact. 


May Allah Give you long life

All of you to be alive and well

They are our assurance, 

They are our voice and body. 

All day long.

It is Close to OUR hearts. 


Always prosper This Land of Moslems Dear Afghanistan. 

This The Land Of Brave This is The land of martyrs

From east to the west.

It is close to OUR hearts.


...

Comments

Popular posts from this blog

কাশফুল মাহযুব Kashful mahzub pdf

বিসমিল্লাহির রাহমানির রাহীম কাশফুল মাহযুব হল হযরত দাতা বখশ হাজভেরী রহঃ এর অন্যতম গ্রন্থ । এর বাংলা হল মারেফতের মর্মকথা । বাংলায় প্রকাশ করা হয়েছে রশিদ বুক হাউজ । মূল বইটি ফারসি ভাষায় লিখিত । download this book in bangla : kashful mahzoob in bangla Kashful mahzoob is a book which is written by data ali hazveri rh.  Kashful Mahjoob  was originally written in Persian language by Hazrat Daata Ganj Bakhsh Ali Hajveri but then translated into many other languages as well including Urdu. Complete name of Hazrat Daata Sahab is ‘Abul Hassan Ali Ibn Usman al-Jullabi al-Hajveri al-Ghaznawi’. The book is a master piece in Islamic Sufi genre. Daata Ali Hajveri has written many books but this book has become a symbol in Sufi books. A famous saying about this book is ‘if you want to find a true murshad (spiritual guider) for you then read this book and you will definitely find one’. Download in english   https://ia601901.us.archive.org/21/items/KashfulMahjoobEn/KashfulMah...

মীলাদুন্নাবী (সা:) ও মিলাদ-কিয়ামের পক্ষে -বিপক্ষে দলিল ভিত্তিক বইসমূহ Books about mawlid and milaad

 মিলাদের বিপক্ষে ও পক্ষে দলিল ভিত্তিক বই সমূহ Books about mawlid and meelad আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছ।আমরা অনেকে একটা বিষয়ে অনেক কিছু বলি। এটা নিয়ে অনেক কিতাব,ওয়াজ ও বাহাস হয়েছে। সে বিষয়টি হল মিলাদুন্নবী ও মিলাদ-কেয়াম।আমরা অনেকে এটার পক্ষে, অনেকে এটার বিপক্ষে। সেই বিষয়ে  আমরা অনেকে বলি এটি বিদাত।এই বিষয়ে কিছু কিতাবের pdf দেয়া হল মিলাদের পক্ষে : ১.মিলাদুন্নবী ও মিলাদ মাহফিল (নাইমুল ইহসান বারাকাতি,Barakati publication) Download ২.কুরআন হাদিসের আলোকে মিলাদ-কিয়ামের অকাট্য দলিল(মুস্তফা হামিদি,ছারছীনা) http://www.mediafire.com/file/ntw372p7138k142/ ৩.বসন্তের প্রভাত (আমিরে আহলেসুন্নাত, ইলিয়াস আত্তার কাদেরি,মাকতাবাতুল মদীনা) Download ৪.সিরাজুম মুনিরা(আমিমুল ইহসান রাহ:) download ৫.মৌলুদের মাহফিল ও কিয়াম(আলভী আল মালেকি আল মাক্কি রাহ:) download ৬.বারাহিনুল কাতিয়া ফি আমালিল মাওলিদ(কারামত আলী জৈনপুরী [রাহঃ] ৭. মু মুলাখখাছ-মাওলানা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি download ৮.হাকীকতে মুহম্মদী মীলাদে আহমদী https://drive.googl...

Books of Shaykh abdul qadir gilani(rah;) বড়পীর আব্দুল কাদির জিলানী (রাহ:) এর কিতাব /বই ডাউনলোড করুন

Download in urdu               Books of Shaykh abdul qadir gilani (rah;)               শায়খ আব্দুল কাদির জিলানী (রহঃ) এর কিতাব                        বড়পীর শায়েখ আব্দুল কাদির জিলানী(রাহঃ) আল্লাহর বড় ওলি ছিলেন । তিনি                                         শরীয়ত,তরিকত,মারেফত,  তাসাউফ ও তাযকিয়া বিষয়ে অনেক কিতাব লিখেছেন । সেসব কিতাবসমূহের বাংলা ,ইংরেজী,আরবী ও উর্দু       অনুবাদের pdf নিচে দেয়া হল  ১.সিররুল আসরার Sirr ul asrar In Bangla      Download 1   in English  http://data.nur.nu/Kutub/English/Jilani_Sirr-al-Asrar-1---5.pdf in urdu    https://ia801309.us.archive.org/27/items/sirr-ul-asrar/sirr-ul-asrar.pdf ২.গুনিয়াতুত তালেবীন        ...