হুথি শিয়া প্রসঙ্গ ডঃ রাগিব সারজানী Part 2 হুথিদের ক্ষমতার উৎস বিষয়টি ভালোভাবে বোঝার জন্য যদিও অনেকগুলো কারণ উল্লেখ করা সম্ভব ; কিন্তু সঙ্গত কারণেই কয়েকটি উল্লেখ করছি মাত্র । আশা করি , এতেই স্পষ্ট হয়ে যাবে । প্রথমত : এ বিষয়টি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে , ইয়েমেনের ছোট্ট একটি জেলায় অবস্থানরত কিছু লোক কোনো রকম বহিস্থ সহায়তা ছাড়াই বছরের পর বছর রণাঙ্গনে টিকে থাকতে সক্ষম হবে । এর সঠিক কারণ অনুসন্ধান করতে গেলে দেখা যাবে , হুথি বিদ্রোহীদের ক্ষমতা বৃদ্ধিতে কেবল একটি দেশেরই লাভ ; দেশটি হলো ইরান । ইরান একটি ইসনা আশারিয়া শিয়া রাষ্ট্র ; তাই যে - কোনো মূল্যেই হোক সমগ্র বিশ্বে তারা এ মতবাদ ছড়িয়ে দিতে সচেষ্ট । সুতরাং যদি তাদের পক্ষে কোনোভাবে ইয়েমেনে হুথিদের ক্ষমতায়ন সম্ভব হয় , তবে সেটি তাদের জন্যও একটি বড়ো অর্জন বলে গণ্য হবে । বিশেষত , এর মাধ্যমে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সৌদি আরবকে কোণঠাসা করতে পারবে । কেননা তখন উত্তরে ইরাক , পূর্বে সৌদি - পূর্বাঞ্চল , কুয়েত , বাহরাইন এবং দক্ষিণে ইয়েমেন দ্বারা বেষ্টিত সৌদি আরব একরকম অবরুদ্ধ হয়ে পড়বে ; যা আমেরিকা কিংবা সুন্নী...