Skip to main content

Posts

Showing posts from July, 2018

কুরআনের আলোকে মহানবি (সা:) ই শেষ নবী In the light of Quran prophet Muhammad is the last prophet

    কুরআনের আলোকে মহানবী সা: শেষ নবী বিসমিল্লাহির রাহমমানির রাহীম আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভাল আছো। আজকে আমি একটি ব্যপারে লিখছি। তা হল কোরআন এর আলোকে মহানবি সা: ই শেষ নবী ও রাসুল। কুরআনের শত জায়গায় এ বিষয়ে আল্লাহ ইরশাদ করেছেন। In Our Holy quran, Almighty Allah described about seal of prophethood(khatme nabuwwat) and Prophet Muhammad (pbuh)is last prophet. নিচে এ বিষয়ে কুরআনের কিছু আয়াত দেয়া হল: ১.مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا অর্থ:মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।(সুরা আহযাব আয়াত ৪০)