Skip to main content

Posts

Showing posts from March, 2024

অমর একুশে বইমেলা ২০২৪ Ekushey Book Fair Bangladesh 2024

 একুশে বইমেলা ২০২৪ বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে  ২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার দুপুরের পরে আমি ও আমার বন্ধু জুয়েলের সাথে গিয়েছিলাম।  Ekushey Book Fair 2024 আলোচিত সমালোচিত হিরো আলম ও বোনাস ইংরেজি ও বাংলার লেখক টিপু সুলতান স্যার।  হিরো আলমের সামনে শতশত সাংবাদিকদের ভীড়। হিরো আনসার ভিডিপির গার্ড নিয়ে বইমেলায় গেল দেখলাম।  অথচ টিপু সুলতান এর কোনো আনসার গার্ড বা সাংবাদিক কিচ্ছুই ছিলো না

আকরামুজ্জামান এর লাগামহীন বক্তব্যের প্রতিবাদ

 সাম্প্রতিক সময়ে ঢাকার উত্তরখানের এক মাদখালী নজদী আহলে হাদিস সালাফি আলেম আকরামুজ্জামান বিন আঃ সালাম এর কিছু লাগামহীন উস্কানিমূলক ইমান হরণকারী গোমরাহী বক্তব্য। সে কি কি বলছে : ১। তার বক্তব্য সে হায়াতুন্নবী জিন্দানবী কে তালাক দিয়েছে  ২। "১৫ শাবানের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে নাকি বেশ্যাখানায় রাত্রিযাপন উত্তম" (নাউজুবিল্লাহি মিন যালিক) ৩। তার আরো জঘন্য বক্তব্য "যারা আহমদ রেজা খানের কানজুল ইমান অনুবাদটা পড়ে তারা নাকি কাফির" ৪। সে এক বক্তব্যে আমীরে মুয়াবিয়া রাঃ কে জাহান্নামী বলেছে  তার অবশ্যই এসব বক্তব্যের কারণে ইসলামের দৃষ্টিতে তার বউ তালাক হয়েছে।  ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে৷ এই আকরামুজ্জামান এর এসব উস্কানিমূলক জঘন্য বক্তব্য থেকে তওবা করা ও জাতির নিকট ক্ষমা চাওয়া উচিৎ দেশবাসীর উচিৎ আকরামুজ্জামানের ক্ষমা ও তওবার আগে অন্তত প্রকাশ্যে তাকে ৪০ বার জুতা পিটা / ইটপাটকেল নিক্ষেপ / ১০-২০টি দোররা মারা উচিৎ৷ তাহলেই তার উচিৎ শিক্ষা হবে।