Skip to main content

Posts

Showing posts from November, 2019

মিলাদুন্নবী সাঃ সংক্রান্ত ৪টি প্রশ্নের জবাব

মীলাদুন নবী (ছঃ) সম্পর্কিত ৪টি প্রশ্নের উত্তর উত্তর প্রদান : মাওলানা আবুল হুসাইন আলেগাজী প্রশ্নঃ মীলাদুন নবী ছঃ উপলক্ষ্যে রেলী/মিছিল বের করা কি বৈধ ? উত্তরঃ মানুষকে কষ্ট দিয়ে ও মানুষের অধিকার হরণ করে করলে বৈধ হবে না। কেউ যদি এটাকে জরুরী বা নবীপ্রেমের মাপকাঠি বানায়, তাহলেও সে ভুল ও ভ্রান্তিতে রয়েছে। শুধুমাত্র নবীজির ছঃ বাণী সম্বলিত ব্যানার/ফেস্টুন নিয়ে তা মানুষকে জানান দেবার উদ্দেশ্যে করলে দোষের কিছু নেই; বরং নিয়ত ছহীহ থাকলে তাতে সওয়াব পাওয়া যাবে ইনশা-আল্লাহ। ♦ প্রশ্ন: ঈদ মানে আনন্দ। নবীজী (সঃ) যদি ১২ রবিউল আউয়াল যদি জন্ম ও মৃত্যুবরণ উভয়টাও করে থাকেন তবে মৃত্যু দিবসে ঈদ পালন না করে বরং অন্য দিনে পালন করা বেটার নয়? উত্তর: বিষয়টা যার যার ঈমান ও ইলমের উপর নির্ভর করছে। সব মানুষ বা সকল মুসলিম সমান জ্ঞান-গুণ সম্পন্ন নয়। মানুষ বলতে অধিকাংশই অনুষ্ঠান ও আনন্দ প্রিয়। ত্যাগ, ধৈর্য্য ও দুনিয়াবিমুখতার কথা মানুষ মোটেই শুনতে চায় না। কোনো দল-গোষ্ঠীর মানুষই না। তবে ওলামায়ে রব্বানী তথা প্রকৃত আলেমগণের উচিত, তারপরও মানুষের মাঝে ত্যাগ, ধৈর্য্য ও দুনিয়াবিমুখতার কথা প্রচার করে যাওয়া। প্রশ্ন: