Skip to main content

Posts

Showing posts from November, 2022

প্রসঙ্গ : রাজারবাগী দিল্লুর রহমান ও আলতাফুল বারী আলভী অনুসারী মতাদর্শ।

 প্রসঙ্গ : রাজারবাগী দিল্লুর রহমান ও আলতাফুল বারী আলভী অনুসারী মতাদর্শ।  আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন "দ্বীন ধর্মে কোনো জোরজবরদস্তি নাই"(সুরা বাকারা,আয়াত ২৫৬)। রাসূল সাঃ এক হাদিসে বলেন "শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদেরকে দ্বীনের নামে এমন এমনসব কথা ও হাদীস শোনাবে যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কেউ কখনো শোননি। অতএব, তোমরা তাদের সংস্রব থেকে সাবধান থাকবে এবং তাদেরও তোমাদের থেকে দূরে রাখবে"(সহীহ মুসলিম)। অপর হাদিসে এসেছে "আমার উম্মত ৭৩টি দল ফেরকায় বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে আর একটি দল ফেরকা জান্নাতে যাবে"(সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৪১, আল মু’জামুল কাবীর, হাদীস নং-৭৬৫৯)। অনেক আগে থেকেই কিছু মানুষ ছিল,যারা কুরআন ও সুন্নাহর বিকৃত ব্যাখ্যা দিয়ে সর্বসম্মত ও স্বীকৃত বিষয় এর বিপরীত মতাদর্শ পোষণ করে মানুষকে সত্যপথ থেকে বিচ্যুত করেছে।ইসলামের শুরু থেকেই বিভিন্ন সময়ে মুখরোচক ও চটকদার স্লোগানের ছদ্মাবরণে মানুষকে পথভ্রষ্ট ও জাহান্নামি বানানোর অপচেষ্টা চালিয়ে আসছে।বর্তমানে সারাবিশ্বে মুসলিমদের মাঝে বিভিন্ন দ