Skip to main content

Posts

Showing posts from October, 2022

রত্নভান্ডার ১ম খন্ড (Part 1 পর্ব -১)

রত্নভান্ডার এটা একটা মুসলিম আধ্যাত্মিক গীতিকবিতার সংকলন, মাইজভান্ডার,চট্টগ্রাম থেকে প্রকাশিত।   প্রথম অধ্যায় ফজু মিঞা চৌধুরী ছাহেবের রচিত “ তত্ত্ব রত্ন ” বহি হইতে সংস্কলিত ১ নং শে'র  আমার মনের ঠিক নাইরে-আমার দিলের ঠিক নাই । কোন পথে যাইব পন্থা উদ্দেশি না পাই।।  ক্ষণে রাজ বস্ত্র পরি - ক্ষণে পরী হয়ে উড়ি ।  কখনও বিমানে চড়ি - চৌদিকে বেড়াই ।।  ক্ষণে লই জমিদারি - ক্ষণে করি সওদাগরী ।  তক্তে বসি রাজা হই - হুকুম চালাই ।।  কখন যাই নাচে গানে - ক্ষণে থাকি সুরাপানে ।  লোকের ভয়ে কখন যাই - নামাজে দাঁড়াই ।।  প্রতিদিন করি মনে রাত্রে থাকব প্রভুর ধ্যানে ।  ফজরে কি খাব জপি - সজিদাতে যাই ক্ষণে সাধু বেশ ধরি- ঘন ঘন মালা নাড়ি ।  আচ্‌কান চোগা গায়ে মাথে শামলা উড়াই ।।  কিসে লোকে ভাল বলে আছি কেবল সেই ছলে ।  মনের কথা প্রকাশিলে লজ্জার অন্ত নাই ।।  ও মন ; তুমি কথা শুন - তুমি মোটা গাধা হেন ।  খেওনা খেওনা খেতে পানিরে ঘোলাই ।।  তুমি কি খাইয়াছ পারা মন হইয়াছে তার ধারা ।  শীঘ্র পারা বাহির কর মাইজভাণ্ডরে যাই । ২ নং শে'র  তুমি কেন কর বল বল - (২)। বলি - এ পাইলে তোরে দিবে রসাতল ।।  বিক্রম সাহসে বলে করিলা সম

মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম খুশী ও আনন্দিত হওয়ার ঈদ , শর'ঈ ঈদ নয়

 মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়াসাল্লাম খুশী ও আনন্দিত হওয়ার ঈদ , শর'ঈ ঈদ নয়  - উপমহাদেশ সহ বিশ্বের বর্তমান সময়ের মুসলিম আলেম,স্কলার,গবেষক,মনীষী,শায়খুল ইসলাম ডঃ তাহির উল কাদেরী  Part-1  মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে খুশী উদযাপন করা শর'ঈ কোন ঈদ নয় আর না আমরা এটাকে শর'ঈ ঈদ মনে করি । তারপরও এটা শর'ঈ ঈদের চেয়েও বেশী বৈশিষ্ট্যমণ্ডিত এবং অনেকগুণ বেশী মর্যাদাময় দিন । এ কারণে এই দিনে খুশী উদযাপন করা একটি স্বভাবজাত কাজ । যদি এটাকে খুশী ও আনন্দিত হওয়ার ঈদও বলা যায় তা কোন অতিরিক্ত কিছু হবে না । ঈদে মিলাদুন্নবী সা: যদিও বছর ঘুরে একবার আসে কিন্তু মিলাদ মাহফিল শিরোনামে হুযূর সাঃ - এর স্মরণ ও সীরাতের আলোচনা সারা বছরই হয়ে থাকে । এটাকে কাল ও স্থানের সাথে সীমাবদ্ধ করা যায় না । আর তাজেদারে কায়েনাত সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - এর শুভজন্মের দিবসকে ‘ ঈদ ’ নামে এ জন্য নামকরণ করা হয় যে , সাধারণত লোকেরা নিজেদের প্রত্যেক বড় খুশী ও আনন্দ প্রকাশের জন্য ' ঈদ ' শব্দ ব্যবহার করে থাকে । মিলাদুন্নবী সাঃ- এর ' দিবস ' প্রসিদ্ধ অর্থে ঈদের দিন । যেমন কোন একান্

রাজধানী ঢাকার সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সীরাতুন্নবী সাঃ সেমিনার অনুষ্ঠিত

 রাজধানী ঢাকার সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে সীরাতুন্নবী সাঃ সেমিনার অনুষ্ঠিত  আহসান শেখ গত পহেলা অক্টোবর ২০২২ (০৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি) শনিবার জাতীয় সীরাত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে রাজধানী ঢাকার সূত্রাপুরে অবস্থিত সূত্রাপুর  কমিউনিটি সেন্টারে এক সীরাতুন্নবী সাঃ সেমিনার ও সীরাতুন্নবী সাঃ মাহফিল অনুষ্ঠিত। যা জেনারেল শিক্ষিত,স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের জন্যে আয়োজিত হয়। এই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের অন্যতম সংবাদপত্র দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশের অন্যতম মাসিক ইসলামী পত্রিকা ম্যাগাজিন মাসিক নেয়ামতের উপদেষ্টা সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী। ফরিদাবাদ জামেয়ার আল্লামা আব্দুল কুদ্দুস এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই। ঢাকার কয়েকটি ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। সীরাত সেমিনার বিকাল তিনটায় শুরু হবার কথা থাকলেও আধাঘন্টা দেরীতে বিকাল সাড়ে তিনটায় শুরু হয়। কুরআন তিলাওয়াত ও হামদ নাত নাশিদের মাধ্যমে সেমিনার শুরু হয়।  পরে জাতীয় সীরাত কমিটির মহাসচিব মুফতী মুজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। সেখানে তিনি সীরাতে মু