Skip to main content

Posts

Showing posts from January, 2022

কাওয়ালী প্রসঙ্গে

 ছোটবেলায় যখন আমার বয়স ৬ থেকে ৮/৯ বছর (তখন ২০০৮-২০১২ সাল) ছিল তখন আমার বাসায় টেলিভিশন বা টিভিতে দিনে বা রাতে কিছু টিভি চ্যানেলে একধরনের গান সংগীত গীতিকবিতা সম্প্রচার হতে দেখতাম। অনেক বাংলাদেশী টিভি চ্যানেলে,পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেল পিটিভিসহ সেদেশের অনেক টিভি চ্যানেলে বিশেষত জনপ্রিয় ধর্মীয় টিভি চ্যানেল ARY QTV তে একদল মুসলমানরা ঢোল,দফ,হারমোনিয়াম জাতীয় বাদ্য সহকারে উর্দু,হিন্দি,পাঞ্জাবী,ফার্সি এমনকি আরবীতেও ইসলাম ধর্মের পক্ষে,আল্লাহ ও তার রাসূল সাঃ এর প্রশংসায়,ইসলামের প্রথম চার খলিফা ও নবী পরিবার বা আহলেবায়তের প্রশংসায়,হযরত আব্দুল কাদের জিলানী রহঃ,জালাল উদ্দিন রুমী,খাজা মুইনুদ্দিন চিশতী রহঃ,নিজামুদ্দিন আউলিয়া রহঃ সহ আউলিয়ায়ে কিরাম বা আল্লাহর ওলীদের প্রশংসায় কিছু গজল গীতিকবিতা গাইছে ।তখন আস্তে আস্তে এই ৬-৯ বছর বয়সের মধ্যে আমার বাবা মা ও পরিবারের অনেক আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পেরেছি এটাকে কাওয়ালি বলে। জ্বি আমি এই কাওয়ালীর প্রসঙ্গেই বলছি।একে আবার "সামা " বা মাহফিলে সেমাও বলে।যখন স্কুল জীবনে ৫ম-৮ম শ্রেণীর ছাত্র ছিলাম তখন জানতে পেরেছি এটা সুফি সংগীত সাহিত্যের অন্যতম অংশ৷ ঢাক

সাকরাইন,ও স্কুল কলেজে র‍্যাগ ডের নামে সাংস্কৃতিক আগ্রাসন প্রসঙ্গ: ইসলাম কী বলে?

সাকরাইন,ও স্কুল কলেজে র‍্যাগ ডের নামে সাংস্কৃতিক আগ্রাসন প্রসঙ্গ: ইসলাম কী বলে?   লেখক: আহসান উদ্দিন   আমাদের এই বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। কিন্তু এই দেশে গত কয়েক দশক ধরে এমনসব দুর্বোধ্য বিতর্কিত দিবস উৎসব পালন করতে দেখা যায় যার সাথে ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক পাওয়া যায় না।জানুয়ারি মাসে সাকরাইনের নামে শব্দদূষণ,ফেব্রুয়ারী মাসে ভ্যালেন্টাইন ডে নামক জঘন্য দিবস,গ্রীষ্ম বর্ষা বসন্তসহ বিভিন্ন ঋতুভিত্তিক উৎসবের নামে আল্লাহ ও তার রাসূল সাঃ এর বিধান ভুলে যাওয়া,বিভিন্ন জাতীয় দিবসে(২১ফেব্রুয়ারি,২৬ মার্চ স্বাধীনতা দিবস,১৬ ডিসেম্বর বিজয় দিবস) ও বিবাহ অনুষ্ঠান বা এজাতীয় আনন্দ অনুষ্ঠানে  অশালীন গান বাজনা বেহায়াপনা ও ব্যান্ডপার্টি বাদ্য বাজনা বাজিয়ে মানুষকে কষ্ট দেওয়া,স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডের নামে বেহায়াপনা অপসংস্কৃতি ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এ প্রবন্ধে প্রথমত ইসলামের মানদন্ডে সাকরাইন প্রসঙ্গে পরে র‍্যাগ ডে প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।  আমি থাকি সূত্রাপুর এলাকায়। সূত্রাপুর গেন্ডারিয়া বা এজাতীয় এলাকা পুরান ঢাকার অন্তর্ভুক্ত। জানুয়ারি মাসের ১৪ অথবা ১৫ তারিখে