Skip to main content

Posts

Showing posts from March, 2021

Shaban and Shabe Barat/Mid Shaban are in the grip of excess and separation.

   Shaban and Shabe Barat/Mid Shaban are in the grip of excess and separation.  -Maulana Abdul Malek (D:B)[Editor Of Monthly Alkausar] English Translation :Sheikh Ahasan Uddin   Until now, a class of people was involved in excesses centering on Shabe Barat/mid shaban.  They were following various inappropriate activities and rituals on the occasion of this night.  The ulama have always protested against this and are still doing so.  Nowadays, there is a tendency of separation among a class of people.  They claim that there is no concept of Shabe Barat in Islam.  All the traditions in this regard are Mauzu or Zaif.  It is not permissible in the eyes of the Shari'ah to act according to these and to consider Shabe Barat as a special virtuous night.  They make small booklets and leaflets containing these statements and distribute them among the people.  In fact, just as the path of exaggeration was not right in the past, so is the path of abandonment now.  Islam is the religion of bala

দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গ

 গত শুক্রবার ২৬মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে  আসেন ও তাকে লালগালিচায় গার্ড অফ অনার দেওয়া হয়।  রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় জুমার নামাজের পরে অনেক মুসল্লীরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জুতা হাতে বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করে।সেই সময় যারা বিক্ষোভ দেখিয়েছে এবং যারা বিক্ষোভ করেনি উভয় মুসল্লীদের উপর  আওয়ামী ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগের কতিপয় লোকজন,কথিত মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন  নির্যাতন ও অমানবিক হামলা চালায়,এমনকি একজনের দাড়ির উপরে আঘাত করে। বায়তুল মোকাররম এলাকায় পুলিশ গুলিবর্ষণ চালায়।একই সময়ে চট্টগ্রামের হাটহাজারিতে মাদ্রাসা শিক্ষার্থীরা মোদী বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে।সেখানেও অতি প্রগতিশীল উগ্র কট্টর সেকুলারিস্টরা(তাদেরকে আওয়ামিলীগের লোক বলা উচিৎ না) বিক্ষোভকারীদের উপর হামলা ও নির্যাতন চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।ব্রাহ্মণবাড়িয়ায়ও একই রকম পরিস্থিতি হয়।তবে সেই জেলায় অনেকে আন্দোলন করতে গিয়ে উল্টা বাড়াবাড়ি করে সরকারি প্রতিষ্ঠানের সামনে অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতি করে।এরই মধ্যে শুক্রবার  বিকালে রাজধানীতে প্যারেড

কেন আমি এই কোয়ান্টাম মেথড ত্যাগ করলাম

 কেন আমি এই কোয়ান্টাম মেথড ত্যাগ করলাম লেখক:শেখ আহসান উদ্দিন সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার।দরূদ ও সালাম মহানবী(সাঃ) ও তার পরিবারের প্রতি।আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন,"নিশ্চয়ই ইসলাম আল্লাহ তায়ালার নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন/ধর্ম" (৩:১৯)।মহানবী(সাঃ) বলেন "দুটি জিনিস আকড়ে ধরলে কেউ পথভ্রষ্ট হবেনা। সেই দুটি জিনিস হলো আল্লাহর কিতাব ও সুন্নাহ।"  কোয়ান্টাম মেথড/কোয়ান্টাম ফাউন্ডেশন আমাদের বাংলাদেশের একটি অন্যতম সংস্থা।তবে এটি একটি বিতর্কিত দল/সংস্থা। এই প্র‍তিষ্ঠানের নাম আমি ২০১৫ বা ২০১৬সালে যখন আমি স্কুলে পড়তাম তখন শুনেছিলাম।হাসপাতাল,দোকান,ফার্মেসী সহ অনেক জায়গায় "রেগে গেলেন তো হেরে হেলেন" এমন সুন্দর ও চটকদার কথার স্টিকার দেখলাম,সেগুলা কোয়ান্টাম মেথডের স্টিকার। দেশের প্রতি জেলায় জেলায় এদের কার্যক্রম রয়েছে।বাংলাদেশের পাশাপাশি প্রবাসে অন্যান্য দেশেও এদের শাখা রয়েছে।  এই কোয়ান্টাম ফাউন্ডেশনের আগে নাম ছিল যোগ ফাউন্ডেশন। এই কোয়ান্টাম মেথড তারা মূলত মেডিটেশন/ধ্যান কে প্রমোট করে। এরা একটি এনজিও সংস্থাও বটে। এই কোয়ান্টাম মেথড এটা ১৯৯৩ সালে শহীদ বোখারি মহাজাতক ওরফে শ